বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে কমিউনিটি ব্যাংক পরিচালনা পর্ষদের শুভেচ্ছা
প্রকাশিতঃ 7:59 pm | July 24, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হওয়ায় আব্দুর রউফ তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ।
রোববার (২৪ জুলাই) গভর্নরকে কার্যালয়ে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নবনিযুক্ত গভর্নরকে ফুল দিয়ে অভিনন্দন জানান কমিউনিটি ব্যাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী।
এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এস.এম. রুহুল আমিন এ্যাডিশনাল আইজি (লজিস্টিকস্ এন্ড এ্যাসেট এ্যাকুইজিসন), বাংলাদেশ পুলিশ, মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার), ডিআইজি (এফএন্ডডি), বাংলাদেশ পুলিশ, ড. শোয়েব রিয়াজ আলম, এ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-১), বাংলাদেশ পুলিশ, সুফিয়ান আহমদে, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) উপস্থিত ছিলেন।
কালের আলো/বিএস/এমএম