এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯৮

প্রকাশিতঃ 1:43 pm | July 19, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

এবার ঈদযাত্রায় মোট ৩১৯টি সড়ক দুর্ঘটনায় নিহতের হয়েছেন ৩৯৮। এ সময়ে আহত হয়েছে ৭৭৪ জন। এসব দুর্ঘটনার নয় শতাংশ মোটরসাইকেলের।

মঙ্গলবার (১৯ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

ঈদুল আজহার আগে ও পরে ১৪ দিন সড়ক দুর্ঘটনা প্রতিবেদন তুলে ধরে মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘গত সাত বছরে ঈদুল আজহার যাত্রায় এবার সর্বোচ্চ দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে।’

কালের আলো/এসবি/এমএম