যেসব আসনে দুজনকে চিঠি দিয়েছে আ.লীগ

প্রকাশিতঃ 3:50 pm | November 25, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীতদের চিঠি দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এবারের নির্বাচনে জাহাঙ্গীর কবির নানক, এমপি বদিসহ বাদ পড়েছেন নৌকার কিছু হেভিওয়েট প্রার্থী। তবে তিনটি আসনে চিঠি দেওয়া হয়েছে দুজন করে।

আজ রোববার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেয়া হচ্ছে।

ভোটের জন্য যেসব আসনগুলোতে দুজনকে চিঠি দেওয়া হয়েছে…

হবিগঞ্জ-৪

এখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের সঙ্গে চিঠি দেয়া হয়েছে মো. মাহবুব আলীকে।

লক্ষীপুর-৩

এই আসনেও দুইজনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন, মো. গোলাম ফারুক ও একেএম শাহজাহান কামাল।

পটুয়াখালী-৩

এস এম শাহজাদা ও খ ম জাহাঙ্গীরকে পটুয়াখালী-৩ আসনের জন্য মনোনীত করে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ।

কিশোরগঞ্জ-১

ক্ষমতাসীন দল আওয়ামী লিগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও কিশোরগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা মশিউর রহমান হুমায়ূন।

যেসব আসনে দুইজনকে চিঠি দেয়া হয়েছে সেগুলোতে পরে একজনকে বাছাই করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কালের আলো/পি/এমএইচএ