দিনাজপুরে দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

প্রকাশিতঃ 10:14 am | July 13, 2022

কালের আলো প্রতিবেদক:

দিনাজপুর সদর উপজেলায় দ্রুতগতির একটি প্রাইভেকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। এতে ২ যুবক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাত সোয়া ১১টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের সাত মাইল বাঁক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুর শহরের মুন্সিপাড়ার মৃত নুরুল আমিনের ছেলে এআর ইমন (২৩) শহরের সুইহারী এলাকার বাসিন্দা কপিলেশ্বর বসাকের ছেলে বর্ণ বসাক (২২) ও শহরের কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার শাওন (২৪)।

স্থানীয়রা জানান, দিনাজপুর শহরের দিকে দ্রুতগতিতে ফিরছিল প্রাইভেট কারটি। সাতমাইল বাঁক এলাকায় পৌঁছালে কারটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বর্ণ বসাকের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর হওয়ায় শাহরিয়ার শাওনকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। পরে রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে শাওনের মৃত্যু হয়।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, সদর উপজেলার সাতমাইল এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বাকিদের গুরুতর অবস্থায় দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কালের আলো/বিএসবি/এমএম

Print Friendly, PDF & Email