সাবেক সংসদ সদস্য খোরশেদ আরার মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

প্রকাশিতঃ 12:43 pm | July 12, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আরা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

মঙ্গলবার (১২ জুলাই) এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।

এর আগে খোরশেদ আরা হক (৮৫) মঙ্গলবার (১২ জুলাই) মধ্যরাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, নারী নেত্রী খোরশেদ আরা হক সদালাপী একজন নিবেদিত প্রাণ সমাজকর্মী ছিলেন।নারী অধিকার আদায়ের আন্দোলনে তিনি দক্ষ নারী আধিকার কর্মী হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। রাজনীতি ও সংগঠনে গুণগত পরিবর্তনে কাজ করে যাওয়া খোরশেদ আরা হক বেঁচে থাকবেন তাঁর মেধা,কর্ম ও দক্ষতার মাঝে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে যে অপূরনীয় ক্ষতি হলো যা সহসা পূরণ হবার নয়।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, খোরশেদ আরা হক এর অবদান জাতীয় পার্টি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

এ সময় বিরোধীদলীয় নেতা মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কালের আলো/বিএসবি/এমএম