স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে রাজধানী ছাড়ছে মানুষ
প্রকাশিতঃ 1:15 pm | July 07, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আপনজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বিগত কয়েকদিন ধরে মানুষ ঢাকা ছাড়লেও বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।
তবে সড়ক-মহাসড়কগুলোতে গাড়ির চাপ থাকলেও যানজটের তেমন কোনো চিত্র দেখা যায়নি। ঈদুল আজহার সময়টুকু কাটাতে স্বস্তিতেই এখন পর্যন্ত বাড়ি ফিরছেন যাত্রীরা।
এদিকে ট্রেনে ঈদযাত্রা শুরুর প্রথম দুদিনের মতো তৃতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। এতে অপেক্ষা আর ভোগান্তি অনেকটাই কমেছে ঈদযাত্রীদের। সময় মতো ট্রেন ছাড়ায় খুশি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ।
সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে। দু-একটি ট্রেন ছাড়ছে সামান্য দেরিতে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকালে ৮টার পর রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস, চিলাহাটি অভিমুখী নীলসাগর, চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ও তিস্তা এক্সপ্রেস স্টেশন ছেড়েছে নির্ধারিত সময়ে। এছাড়া নির্দিষ্ট সময়ে কমলাপুর স্টেশন ছাড়ার অপেক্ষায় রয়েছে সুন্দরবন এক্সপ্রেস, মহুয়া কমিউটার, কর্ণফুলি কমিউটার। প্রতিটি ট্রেন নির্দিষ্ট প্লাটফর্মে স্টেশন ছাড়ার অপেক্ষা করতে দেখা গেছে।
এদিকে বাস, লঞ্চেও তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না যাত্রীদের। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে ধীরগতি লক্ষ করা গেছে।
কালের আলো/বিএস/এমএম