আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠালো বাংলাদেশ

প্রকাশিতঃ 12:11 pm | July 05, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। বিমান বাহিনীর একটি সি১৩০ কার্গো উড়োজাহাজে দেশটির মানুষের জন্য এই সহায়তা পাঠানো হয়।

মঙ্গলবার (৫ জুলাই) ভোর ছয়টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর একটি বিমান জরুরি ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে বিমানের পাইলট ও ক্রুদের বিদায় জানান ।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ওষুধ, কম্বল, শুকনো খাবার এবং তাবু টানানোর সামগ্রী।

আফগানিস্তানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে গত ২২ জুনের শক্তিশালী ভূমিকম্পে সহস্রাধিক নিহত ও প্রায় দুই হাজারের বেশি মানুষ আহত হয়। সেখানে খাদ্য ও পানি সংকটসহ জরুরি চিকিৎসা সেবার অভাব দেখা দিয়েছে।

ভূমিকম্পসৃষ্ট আকস্মিক ওই দুর্যোগ মোকাবিলায় দেশটির সাধারণ জনগণের জন্য জরুরি এসব মানবিক সহায়তা পাঠাল বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানে এই মানবিক সহায়তা দক্ষিণ এশিয়া ও এই অঞ্চলের মানুষের সমৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

কালের আলো/এসবি/এমএম