শ্রী মুকুল বোসের মৃত্যুতে ফারুক খানের শোক
প্রকাশিতঃ 2:31 pm | July 02, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান।
শনিবার (০২ জুলাই) এক শোক বার্তায় তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এদিকে সাবেক তুখোড় ছাত্রনেতা মুকসুদপুরের কৃতি সন্তান শ্রী মুকুল বোস এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আতিকুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার গভীর।
তারা এক মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এর আগে এদিন সকালে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী মুকুল বোস ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন
কালের আলো/বিএস/এমএম