চিকিৎসা শেষে দেশে ফিরলেন রওশন এরশাদ
প্রকাশিতঃ 5:11 pm | June 27, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রায় আট মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
সোমবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে অবতরণ করে। বিরোধী দলীয় নেতার সাথে তাঁর সন্তান রাহগির আল মাহি (সাদ) এরশাদ এমপি উপস্থিত ছিলেন।
এ সময় তাকে স্বাগত জানাতে হাজার হাজার নেতাকর্মী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন।
বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মোঃ মামুন হাসান জানান, দেশে ফিরে বিরোধীদলীয় নেতা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। দেশবাসীহ নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। এছাড়া যারা দোয়া করেছেন তাদেরকেও ধন্যবাদ জানান।বিরোধীদলীয় নেতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল ওয়েস্টিনে আগমন ও অবস্থান করছেন।
তিনি আরও জানান, বিরোধীদলীয় নেতা সুখী,সমৃদ্ধ ও শান্তিপূর্ন দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে এমনই দোয়া করেন।
জানা গেছে, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, এডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম এমপি, মসিউর রহমান রহমান রাঙ্গা এমপি, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, নাসরিন জাহান রতনা এমপি, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্,এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, মোঃ জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, শেরীফা কাদের এমপি, নুরুল ইসলাম তালুকদার এমপি, পনির আহমেদ এমপি, আমানত হোসেন আমানত, ডা. কে আর ইসলাম, ডা. রুস্তম আলী ফরাজী এমপি, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, ইয়াহ্ ইয়া চৌধুরী, এইচ এম শাহরিয়ার আসিফ, জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব আশিক আহমেদ, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।
হোটেল ওয়েস্টিনে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান এরশাদ কল্যান ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুন, নুরুল ইসলাম নুরু প্রমুখ।
কালের আলো/বিএস/এমএম