টানা দুই বলে আউট হয়েও রক্ষা জয়ের

প্রকাশিতঃ 9:02 pm | June 24, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

উইন্ডিজ সফরটা ভালো যাচ্ছে না মাহমুদুল হাসান জয়ের। তার কাছ থেকে দল যেমনটা চায়, তেমন কিছুই করতে পারছেন না এই ডান হাতি ব্যাটার। দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অ্যান্টিগায় প্রথম ইনিংসে ০ আর পরের ইনিংসে ৪২ রান করেন।

আজ থেকে সেইন্ট লুসিয়াতে শুরু হয়েছে দ্বিতীয় ও শেষ টেস্ট। ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে আচরণ করছে এই ওপেনার। তামিম ইকবাল একপ্রান্তে রান তুললেও জয় রান পান দশটা বল খেলার পর।

তবে মজার ব্যাপার হলো দলীয় ১৫ রানের মাথায় কেমার রোচের চতুর্থ ওভারের তৃতীয় বলে এলবিডব্লুর আবেদন হলে আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আউট দেন। তবে তামিমের পরামর্শে রিভিউ নিলে দেখা যায়, বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যেতে।

প্রথমবার বেঁচে যাবার পর পরের বলে আবারও একই ঘটণা। এবারও রিভিউ নেন, তাতে দেখা যায় ব্ল বেরিয়ে গেছে লেগ স্টাম্পের বাইরে দিয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৩১ রান। তামিম ২৭ ও জয় ৪ রানে অপরাজিত রয়েছেন। সেইন্ট লুসিয়ায় টসে আগে ব্যাট করার আমন্ত্রণ পায় বাংলাদেশ।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email