বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত

প্রকাশিতঃ 6:39 pm | June 22, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি অসহায় জনগোষ্ঠীর উদ্ধার তৎপরতা এবং তাদের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ জুন) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর তত্বাবধানে সুনামগঞ্জ সদর উপজেলার বিরামপুর ইউনিয়নের বন্যাদুর্গত ভাতেরটেক এলাকার ৩০০টি অসহায় পরিবার (প্রায় ১২০০ জন)-এর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া সুনামগঞ্জ ব্যাটালিয়নের তত্বাবধানে সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের আশেপাশে বিভিন্ন এলাকার বন্যাদুর্গত ১৫০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

অপরদিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর তত্বাবধানে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের বন্যাদুর্গত সীমান্তবর্তী কালাসাদেক বিওপির দায়িত্বপূর্ণ ভূরদেব এলাকার ২০০টি অসহায় পরিবার (প্রায় ৮০০ জন)-এর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজিবি’র ময়মনসিংহ সেক্টরের নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি)-এর তত্বাবধানে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দায়িত্বপূর্ণ পাচগাঁও বিওপির অন্তর্গত পাচগাঁও ও চন্দ্রডিঙ্গা এবং মহেশখোলা বিওপির অন্তর্গত বাহেরপুর গ্রামের বন্যাদুর্গত অসহায় ১০০টি পরিবার (প্রায় ৪০০ জন)-এর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

কালের আলো/এসবি/এমএম