উৎসবের আমেজে ময়মনসিংহের ৫২৮টি মাধ্যমিক স্কুলে ক্যাবিনেট নির্বাচন
প্রকাশিতঃ 4:19 pm | January 27, 2018

নিজস্ব প্রতিবেদক | কালের আলো :
আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষা নগরী ময়মনসিংহের ৫২৮ টি মাধ্যমিক স্কুলে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার সকাল ৯ টা থেকে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে দুপুর ২ টা পর্যন্ত।
ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন উপজেলা শিক্ষা কর্মকর্তারা নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন করেন। এ নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে আগামী এক বছরের জন্য ৮ জন প্রতিনিধি নির্বাচিত হবেন।
ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জাতীয় নির্বাচনের আদলেই উৎসাহ নিয়েই শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তাঁরা এ নির্বাচন উপভোগ করছে।
তাদের ভোটেই প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ জন করে প্রতিনিধি নির্বাচিত হবেন। তাদের মধ্যে একজন হবেন দলনেতা। বাকী ৭ জন থাকবেন সদস্য। নির্বাচিত প্রতিনিধিরা স্কুলের পরিবেশ উন্নয়নে কাজ করবে।
তিনি জানান, আগামী সোমবার (২৯ জানুয়ারি) জেলার ৩৮৮ টি দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে।