কুমিল্লা সিটি নির্বাচনে ৪ কেন্দ্রের ফল প্রকাশ

প্রকাশিতঃ 6:39 pm | June 15, 2022

কালের আলো প্রতিবেদক:

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে চারটি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রিটার্নিং কর্মকর্তা শাহাদুন্নবী চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

চারটি কেন্দ্র হলো কুমিল্লা মডার্ন স্কুল, ফরিদা বিত্যায়তন স্কুল, অশোকতলা স্কুল ও রিয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কুমিল্লা মডার্ন স্কুলের (৩০ নম্বর কেন্দ্র) পুরুষ কেন্দ্রে নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত পেয়েছেন ৩৭৮ ভোট, ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ২০৯, টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৩৭৩, হাতপাখা প্রতীকের মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী পেয়েছেন ১৪ ভোট।

ফরিদা বিত্যায়তন স্কুল কেন্দ্রে (৩৭ নম্বর কেন্দ্র) নৌকা পেয়েছে ৪৬৬ ভোট, ঘোড়া পেয়েছে ৮৭, ফড়িং পেয়েছে ২, টেবিল ঘড়ি পেয়েছে ২৮০, হাতপাখা পেয়েছে ৪ ভোট।

অশোকতলা স্কুল ২৭ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে ২৫০ ভোট, টেবিল ঘড়ি পেয়েছে ৫১৪, ঘোড়া পেয়েছে ২৪৪, ফড়িং পেয়েছে ১২, হাতপাখা পেয়েছে ১৫ ভোট।

রিয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ৬৩০ ভোট, ঘোড়া পেয়েছে ১৭৪, ফড়িং পেয়েছে ১৩, টেবিল ঘড়ি পেয়েছে ৩৫৪, হাতপাখা পেয়েছে ৯ ভোট।

এর আগে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। বাকি কেন্দ্রগুলোতে এখনো চলছে ভোট গণনার কাজ।

কালের আলো/এমএএইচ/এসবি

Print Friendly, PDF & Email