‘আমার বঙ্গবন্ধু’ মোবাইল গেইমিং প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
প্রকাশিতঃ 8:54 pm | June 12, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
“আমার বঙ্গবন্ধু” মোবাইল গেইমিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জুন) ঢাকার উত্তরার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তর এর মিলনায়তনে এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মোঃ হাসিবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। এছাড়া, বিএনসিসির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও ক্যাডেটরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সারাদেশ থেকে ত্রিশ লক্ষ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। প্রতিযোগীদের সময়, পয়েন্ট ও বয়সের ভিত্তিতে তিনটি ক্যাটাগরীতে মোট ৩০ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আইএসপিআর আরও জানিয়েছে, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে খেলার ছলে হাতে কলমে বঙ্গবন্ধুকে জানার জন্য বিএনসিসি বিশেষ কার্যক্রম গ্রহন করেছে। সে বিবেচনায় নতুন প্রজম্মকে মোবাইল ডিভাইসের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরও গভীর ভাবে জানানোর জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্তৃক “আমার বঙ্গবন্ধু” নামক মোবাইল গেইমিং এ্যাপস নিমার্ণ করা হয়।
আমার বঙ্গবন্ধু একমাত্র গেইমিং এ্যাপস যার মাধ্যমে কোন ঐতিহাসিক কিংবদন্তীর জীবনী সারা বিশ্বের মানুষের কাছে ডিজিটাল প্লাটফর্মে তুলে ধরা হয়েছে। আমার বঙ্গবন্ধু মোবাইল গেইমিং এ্যাপস গত ১৬ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উদ্বোধন করেন। এর মাধ্যমে সারা দেশে সকল মানুষের জন্য একটি উম্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয় যা ২৬ মার্চ শেষ হয়।

কালের আলো/এসবি/এমএম