আগুন নেভাতে গিয়ে প্রাণ নিভলো নোয়াখালীর আলাউদ্দিনের
প্রকাশিতঃ 8:45 pm | June 05, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার সার্ভিস সদস্য মো. আলাউদ্দিন (৩৫) এর গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে চলছে শোকের মাতম। ঘটনার দিন (শনিবার) সকালে ছুটি শেষে গ্রামের বাড়ি চাটখিল থেকে কর্মস্থল চট্টগ্রামের যান আলা উদ্দিন।
রোববার (০৫ জুন) আলাউদ্দিনের বাবা আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুর রশিদ নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
তিনি বলেন, আলাউদ্দিন আমার সেজো ছেলে। সে সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিসের কর্মী ছিল। আগুন নেভাতে গিয়ে তার মৃত্যু হয়েছে। তার ৩ বছরের একটা ছেলে আছে। হাসপাতাল থেকে খবর দিলো আমার ছেলে মারা গেছে।
নিহতের বড় ভাই জহির উদ্দিন বলেন, মা-বাবা ও ছয় ভাই আর চার বোন নিয়ে তাদের সংসার। ভাইদের মধ্যে পঞ্চম ছিলেন আলা উদ্দিন। গত ১৫বছর আগে বাংলাদেশ ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসেবে যোগদান করেন আলা উদ্দিন। প্রথমে তার কর্মস্থল ছিলো ঢাকা, পরবর্তীতে ফেনী, চট্টগ্রামের আগ্রাবাদ, নোয়াখালীর সোনাইমুড়ী, কুমিল্লা এবং সবশেষ চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিল সে। গত সপ্তাহের প্রথম দিকে ছুটিতে বাড়িতে আসে আলা উদ্দিন। প্রায় ৭দিনের ছুটি শেষ করে শনিবার সকালে বাড়ি থেকে গিয়ে চট্টগ্রামের কুমিরা স্টেশনে যোগদান করেন। রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে স্টেশনের অপর সদস্যদের সাথে ঘটনাস্থলে গিয়ে কর্মরত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আলা উদ্দিনের লাশ আনার বিষয়ে তারা আগ্রাবাদ কন্টোলরুমে যোগাযোগ করলে তাদের জানানো হয় সকল প্রক্রিয়া শেষ করার পর লাশ বাড়িতে পাঠানো হবে। বর্তমানে আলা উদ্দিনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
আলাউদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে পাগলপ্রায় মা মমতাজ বেগম। বন্ধুবান্ধব ও এলাকাবাসী মেনে নিতে পারছেন না তার মৃত্যুর খবর।
কালের আলো/এসবি/এমএম