তিন মাসের জন্য সুন্দরবনে পর্যটক প্রবেশ-মাছ ধরা বন্ধ

প্রকাশিতঃ 4:36 pm | June 01, 2022

কালের আলো প্রতিবেদক:

সুন্দরবনের নদী-খালে মাছ আহরণ ও পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের প্রবেশ আজ বুধবার (১ জুন) থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে বনবিভাগ। ৩১ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে।

বুধবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন।

বন বিভাগ কর্মকর্তা জানান, তিন মাস সুন্দরবন থেকে আহরণের জন্য পাস-পারমিটও বন্ধ থাকবে। যাতে কেউ মাছ শিকারের আশায় বনে প্রবেশ করতে না পারেন। তারপরও কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে বন আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময়টা জুড়ে বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পুরো বন জুড়ে অভিযান ও সজাগ দৃষ্টি রাখবেন। এর মূল উদ্দেশ্য হলো মাছের প্রজনন বৃদ্ধি করা।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনের অভয়ারণ্যে এই সময়টায় মাছের প্রজনন মৌসুম হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের বিশাল মৎস্য সম্পদ রক্ষায় ২০১৯ সাল থেকে বনবিভাগ প্রতি বছরই ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত পুরো বনের নদী-খালে মাছ আহরণ নিষিদ্ধ রেখে আসছে সরকার।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email