নজরুল বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ২৯ জানুয়ারি

প্রকাশিতঃ 11:44 am | January 27, 2018

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর জানান, ২৯ জানুয়ারি বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভিসি প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। ওরিয়েন্টেশনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলী আকবর।

Print Friendly, PDF & Email