উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ৭
প্রকাশিতঃ 11:17 am | May 31, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ভারতের উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয় সদস্যসহ সাত জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মে) সকালে উত্তরপ্রদেশের বারিল্লি জেলায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনায় মারা যাওয়া একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন।
প্রথমে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে, এরপর ট্রাকের সাথে সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সে থাকা সাত জন ঘটনাস্থলেই মারা যান।
এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
কালের আলো/এমএইচ/এসবি