অফিসার ক্যাডেটদের দেশপ্রেম-সততার সাথে কাজ করার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

প্রকাশিতঃ 4:44 pm | May 24, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-র ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণ সমাপনান্তে পাসিং আউট ডিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) চট্টগ্রামের ভাটিয়ারিস্থ একাডেমির বঙ্গবন্ধু কমপ্লেক্স এর ব্যাংকুয়েট হলে এ পাসিং আউট ডিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এমপি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তাজুল ইসলাম অফিসার ক্যাডেটদের দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে উদ্বুদ্ধ করেন।

এছাড়াও তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য অফিসার ক্যাডেটদের প্রতি আহ্বান জানান। তাঁদেরকে তিনি উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল এস এম কামরুল হাসান তার বক্তৃতায় অফিসার ক্যাডেটদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্বের সাথে নিজ নিজ কর্তব্য পালনের উপদেশ প্রদান করেন।

এ সময় স্থানীয় সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email