রাজধানীতে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ 4:49 pm | May 22, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের একটি বাসার পাঁচতলা ভবন থেকে মোছা. রিমা খাতুনের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ মে) রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উত্তরা পশ্চিম থানার এসআই মোছা. আনোয়ারা বেগম জানান, ঘরের দরজা বন্ধ করে জানালার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থা দেখে পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এসআই জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, ঝিনাইদহের মহেশপুরের নল বিল পাড়া গ্রামের মোহাম্মদ ইউনুস আলীর মেয়ে রিমা উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড প্যাথলজিতে চাকরি করতেন।
কালের আলো/এমএইচ/এসবি