আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা ২৫ নভেম্বর
প্রকাশিতঃ 2:46 pm | November 20, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আগামী ২৫ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মনোনয়নে অনেক হেভিওয়েট প্রার্থী বাদ পড়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, জরিপে এগিয়ে থাকলেও বিতর্ক এড়াতে কক্সবাজারের সাংসদ বদি ও টাঙ্গাইলের রানাকে মনোনয়ন দেওয়া হচ্ছে না।
কালের আলো/ওএইচ