নায়িকা থেকে সংবাদ পাঠিকা সাবিলা নূর

প্রকাশিতঃ 9:25 pm | May 09, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:

সাবিলা নূর এবারের ঈদে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে ‘তুমিময়’ নামের একটি নাটক নিয়ে সামাজিক যোগাযোগ কথা হচ্ছে। তার এই নতুন লুক বেশ আকর্ষক―স্বাভাবিকভাবেই এমন রূপের সাবিলাকে দেখে নেটিজেনরা অবাক।

সাবিলা নূর নাটকে একজন সংবাদ পাঠক হিসেবে অভিনয় করেছেন।

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের ফেসবুক পেজে নাটকটির একটি ক্লিপ শেয়ার করা হয়েছে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘সাবিলা নূর যখন নিউজ প্রেজেন্টার’। এমন ক্যাপশনে অনেকেই ভেবেছিলেন সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করেছেন সাবিলা। তবে তার সংবাদ উপস্থাপনা নাটকেই সীমাবদ্ধ।

‘শুধু তুমিময়’ নাটকটিতে সাবিলার সঙ্গী হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন সুমন পাটওয়ারী, আনন্দ খালেদ, মনিশাসহ অনেকেই।

কালের আলো/এমএইচ/এসবি