দঙ্গলের রেকর্ড ভাঙল রকি ভাই

প্রকাশিতঃ 11:39 am | May 06, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:

বক্স অফিসে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র সুনামি দেখছেন সিনেপ্রেমীরা। একের পর এক ভাঙছে রেকর্ড, বাড়ছে প্রত্যাশা। এবার আরেক পালক যুক্ত হলো রকি ভাইয়ের মুকুটে।

ভারতের বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, মুক্তির ২১ দিন পর সুপারস্টার আমির খানের লাইফটাইম কালেকশনের (হিন্দি) রেকর্ড ভেঙেছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। ১০০ কোটি, ২০০ কোটি, ৩০০ কোটি রুপির মাইলফলক স্পর্শের পর এবার ৪০০ কোটির দিকে নজর রকি ভাইয়ের।

মুক্তির ২১তম দিনে ৮.৭৫ কোটি রুপি সংগ্রহ করেছে ‘কেজিএফ টু’। এ সিনেমার হিন্দি ভার্সনের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৯১.৬৫ কোটি রুপি। আর আমির খানের ‘দঙ্গল’ সিনেমার লাইফটাইম সংগ্রহ ৩৮৭.৩৮ কোটি রুপি। এর মধ্য দিয়ে সর্বোচ্চ সংগ্রাহকের তালিকায় ‘কেজিএফ টু’ দ্বিতীয় স্থান করে নিল। এখন সর্বোচ্চ সংগ্রহ এস এস রাজামৌলির ‘বাহুবলি টু’, এ সিনেমার লাইফটাইম সংগ্রহ ৫১০.৯৯ কোটি রুপি।

বাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন, ‘বাহুবলি টু’র রেকর্ড ভাঙা সম্ভব হবে না ‘কেজিএফ টু’র। তবে ৪০০ কোটি রুপি অতিক্রম করবে এবং ৪২০ কোটির আগেই যাত্রা থামবে।

কালের আলো/ডিএস/এমএম