বাম জোটের ‘ঢিলেঢালা’ হরতাল, রাজধানীতে তীব্র যানজট

প্রকাশিতঃ 12:23 pm | March 28, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার দেশব্যাপী হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। এদিকে হরতালের মধ্যেই রাজধানীতে যানজট।

সোমবার (২৮ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচক্করে এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই অফিসগামী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডা এলাকা হয়ে উত্তরাগামী সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে অপেক্ষা করতে হয় অফিসগামীদের। এতে তারা তীব্র ভোগান্তিতে পড়েন। সড়কে যানগুলো একের পেছনে একে যেন ঠেস দিয়ে রয়েছে।

এদিকে, হরতালের প্রভাব নেই মতিঝিল ও নিউমার্কেটের মতো ব্যস্ত এলাকাতেও। সেসব এলাকায় মানুষের সঙ্গে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল থেকে পল্টন এলাকায় বন্ধ রয়েছে। সেখানে বাম দলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন।

গুলশান ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন বলেন, বাড্ডা এলাকায় হরতাল সমর্থনে কোনো পিকেটিং হয়নি। রামপুরা থেকে উত্তরাগামী সড়কে যানজট রয়েছে।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email