নির্বাচনের অনুকূল পরিবেশ নেই: কূটনীতিকদের জানাল বিএনপি

প্রকাশিতঃ 11:09 am | November 13, 2018

বিএনপি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে নিজেদের উদ্বেগের কথা ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের জানিয়েছে বিএনপি।

দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সোমবার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ কূটনীতিকদের অবহিত করেন।

কূটনীতিকদের মধ্যে আলোচনায় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের দুই দফা বৈঠক ও তার ফল নিয়েও আলাপ হয়।

অন্তত ৫ দেশের কূটনীতিকরা বিএনপির দৃষ্টিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক পরিবেশ অনুকূল কিনা তা জানতে চান। জবাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের পরিবেশ অনুকূল নয়; শুধু চলমান আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়া। দলের একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, ইউএন, কানাডা, ভারত, পাকিস্তান, চীন, জাপান, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ডসহ ৩৫ দেশের কূটনীতিকরা বিএনপির ব্রিফিংয়ে অংশ নেন। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক হয়। এটি বিকাল ৪টায় শুরু হয়ে দেড় ঘণ্টা চলে।

বিদেশি কূটনীতিকদের বিএনপি জানিয়েছে, তাদের দল ও জোট গণতন্ত্রের জন্য নির্বাচনে যোগ দিতে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশন সমতল ক্রীড়াভূমি তৈরিতে কোনো পদক্ষেপ নেয়নি।

বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও মামলা-হামলার প্রসঙ্গও বৈঠকে উঠে আসে। সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিশ্চয়তার পরও ‘গায়েবি’ মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার চলমান রয়েছে বলেও কূটনীতিকদের জানিয়েছেন বিএনপি নেতারা।

বৈঠকে অংশ নেয়া এক বিএনপি নেতা বলেন, নির্বাচনের তফসিল এবং পুনঃতফসিল ঘোষণায় নির্বাচন কমিশন যে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে, আমরা সে বিষয়টিও কূটনীতিকদের জানিয়েছি।

বিএনপির নির্বাচনে যোগ দেয়ার সিদ্ধান্তে প্রশংসা করেছেন কূটনীতিকরা এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, জেবা আমিন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নী, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল বৈঠকে অংশ নেন।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ বলেন, আমরা বিদেশি কূটনীতিকদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি।

শামা ওবায়েদ বলেন, বিএনপি নেতারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন; নির্বাচন এবং অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪-দলীয় জোটের সঙ্গে তাদের দুই দফা সংলাপ সম্পর্কে কূটনীতিকদের জানানো হয়েছে। সরকারের ‘অনমনীয়’ মনোভাবের কারণে সংলাপ ফলপ্রসূ হয়নি বলে জানানো হয়েছে।

কালের আলো/পিএম