মনোনয়ন নিয়ে বিকেলে বসবে আ’লীগ

প্রকাশিতঃ 10:26 am | November 11, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় বোর্ডের সভা ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার বিকেল ৩টা ৩০ মিনিটে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

নির্বাচনের বিষয়ে বিএনপির সিদ্ধান্ত রোববার
গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত শুক্রবার থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।

আগামী নির্বাচনে দলীয় টিকিটে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এ ব্যাপারে আজকের বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। এছাড়া মহাজোটে নির্বাচন হলে শরিক দলগুলোকে কতটি আসনে ছাড় দেয়া হবে সে ব্যাপারেও আলোচনা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
কালের আলো/এনএম