‘সংবিধানে থেকেও সংসদ ভেঙে ভোট সম্ভব’

প্রকাশিতঃ 10:21 pm | November 04, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সংবিধানের বাইরে না গিয়েও সংসদ ভেঙে কীভাবে নির্বাচন করা যায়, তার কাঠামো ঠিক করছে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট। আবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্রন্ট নেতার চিঠি দেয়ার দিন আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে এই কৌশল বের করার কথা জানিয়েছেন নেতারা।

বিষয়টি নিয়ে একটি পথ বের করতে রবিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের মতিঝিলের চেম্বারে আইনজ্ঞ শাহাদিন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক আসিফ নজরুল ও শেখ বোরহান উদ্দিনকে নিয়ে বৈঠকে বসেন ঐক্যফ্রন্ট নেতারা। জোটের পক্ষ থেকে ছিলেন মওদুদ আহমদ ছাড়াও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসে ঐক্যফ্রন্ট। সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের দাবি জানায় তারা। কিন্তু সংসদ ভেঙে দিলে পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে। আর তখন দেশ চালাবে কে- ক্ষমতাসীন দলের পক্ষ থেকে পাল্টা এমন প্রশ্নের জবাব দিতে পারেননি ঐক্যফ্রন্ট নেতারা।

আওয়ামী লীগ ওই বৈঠকে সাফ জানিয়ে দেয়, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ নেই। ফলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়টিও নাকচ হয়ে যায়।

এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে দ্বিতীয় দফা সময় চেয়ে চিঠি দিয়েছেন ড. কামাল। তার আগে সংবিধানের ভেতরে থেকে দাবি আদায়ের কৌশল নির্ধারণের উপায় খুঁজতে তৎপর হয় এই আইনজ্ঞের নেতৃত্বে জোট।

বৈঠক শেষে আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘আমরা ঐক্যফ্রন্টের আমন্ত্রণে এই বৈঠকে কয়েকজন আইন বিশেষজ্ঞ অংশ নিয়েছি। আমরা মনে করি, সুষ্ঠু অবাধ ও অংশীদারত্বমূলক নির্বাচন সংবিধান ও আইনি কাঠামোর মধ্যে থেকে করা সম্ভব। তাই আইনি পথ বের করার জন্য আলোচনা করেছি।’

‘রাজনৈতিক স্বদিচ্ছা থাকলে আইনি কাঠামোর মধ্যে সমাধান সম্ভব। সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করার বিধান সংবিধানের অন্তত ১০ জায়গায় উল্লেখ আছে। তবে সংসদ মূলতবি কিংবা অকার্যকর করার কথা সংবিধানে নেই।’

সংবিধানের বিধান অনুযায়ী একাদশ সংসদ গঠন না হওয়া পর্যন্ত বর্তমান সংসদ বহাল থাকবে। তবে এই সংসদ বৈঠকে আর বসবে না যদি না জরুরি অবস্থার উদ্ভব বা যুদ্ধাবস্থা জারি না হয়।

আওয়ামী লীগের টানা দুই মেয়াদের আগের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে এই বিষয়টি যোগ করা হয়। উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক বলে রায় দেয়ার পর দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান ফিরিয়ে আনতে গিয়ে ভোটের সময়ও সংসদ বহাল রাখার বিষয়টি সংবিধানে যোগ হয়।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রিটেনসহ সংসদীয় গণতন্ত্র রয়েছে, এমন দেশগুলোতে এভাবেই নির্বাচন হয়।

তবে শাহদীন মালিক বলছেন, ‘সবাই জানে সংসদ বহাল থাকলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। সরকারপক্ষ বেশি ক্ষমতা ভোগ করবে।’

বৈঠক জানানো হয়, প্রধানমন্ত্রী আবার সংলাপে ডাকলে বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া এই বিষয়গুলো সরকার প্রধানের কাছে তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রী আবার সময় দিলে ওই সংলাপে শাহদীন মালিকের থাকার সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নের অবশ্য জবাব মেলেনি। কৌশলী জবাব দিয়ে বিষয়টি এড়িয়ে যান এই আইনজীবী।

কালের আলো/পিএম