এক নজরে সব খবর
প্রকাশিতঃ 8:16 pm | December 21, 2021

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
১.বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ হত্যাকারীদের সন্ধান চেয়ে যুক্তরাষ্ট্র সরকারের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
২. আজকের যুবকদের উদ্যোগ বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩. বিশ্বব্যাপী ওমিক্রন ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য রক্ষার জন্য বড়দিনের ছুটির পরিকল্পনা বাতিল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
৪. চলতি মৌসুমের আগে দলবদলের বাজারে একরকম ঝড়ই বইয়ে দিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইঁ। দলে ভিড়িয়েছিল লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ানলুইজি ডোনারুম্মাদের মতো তারকাদের। তবে এখন এত তারকা আর দামি ফুটবলার নিয়ে বিপদেই আছে তারা।
৫. বিগত ৫০ বছর যাবৎ মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনায় কোনও আগ্রহ ছিল না পাকিস্তানের। দেশটি তার পাঠ্যবইয়ে বাংলাদেশের জন্মকে ভারতের ষড়যন্ত্র হিসেবে অ্যাখ্যা দিয়ে নিজেদের দায়িত্ব পালন করেছে। কিন্তু সম্প্রতি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকিস্তানের দেশপ্রেমিক’ হিসেবে অ্যাখ্যায়িত করে নতুন প্রচারণায় নেমেছে পাকিস্তান। বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের এই রূপ পরিবর্তনের কারণ কী?
৬. ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ) কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডা. সামিউল আউয়াল সাক্ষর। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।
৭. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
৮. ‘পানামা পেপার্সে’ নাম আসার পর বিদেশে থাকা সম্পদের খোঁজে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
৯. পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহের বিরুদ্ধে এক কিশোরীকে (১৪) বন্দুক দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে । ইসলামাবাদের শালিমার থানায় একটি মামলা করা হয়েছে।
১০. ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক বলেছেন, বাংলাদেশ সফলভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।
১১. ফিলিপাইনে সুপার টাইফুন রাইয়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫ জনে। শক্তিশালী ওই টাইফুনে আরও পাঁচ শতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক। তাদের সন্ধান পেতে চলমান রয়েছে উদ্ধার তৎপরতা। খবর বিসিসির।
১২. চলতি বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) খালগুলো থেকে ৭৯ হাজার মেট্রিক টনের বেশি ক্ষতিকর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
১৩. দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে কৃষি ট্রেন। এসব কৃষি ট্রেনে থাকবে কৃষিজাত পণ্যের পাশাপাশি হিমায়িত পণ্য পরিবহনে ফ্রিজিং সুবিধা। চীন থেকে ১২৫টি বিশেষ কোচ কিনবে বাংলাদেশ রেলওয়ে।
১৪. ছয় দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (২২ ডিসেম্বর) মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ’র আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।
১৫. শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৬. থাইল্যান্ডের পোর্ট অথরিটি (র্যানং পোর্ট) ও বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
১৭. স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৬০ বছরের বেশি বয়সী ও ফ্রন্টলাইনাররা তাদের দুই ডোজের টিকার কার্ড নিয়ে গেলে বুস্টার ডোজ দিতে পারবেন। এ মাসের শেষের দিকে আগেরগুলোর মতো অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বুস্টার ডোজের নিবন্ধন শুরু হবে। এখন এ নিয়ে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়।
১৮. রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
১৯. অভিজিৎ হত্যা মামলার পলাতক আসামিদের ধরিয়ে দিলে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। অভিজিৎ হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে এর আগে ‘মেজর জিয়া’ নামে পরিচিত সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেনের নাম উঠে এসেছে বিভিন্ন অনুসন্ধানে।
২০. অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর ৬ দল নিয়েই অনুষ্ঠিত হবে। আগামী সোমবার (২৭ ডিসেম্বর) ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মৌখিকভাবে নিশ্চয়তা পাওয়া ৬ দলকে তাদের প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে।
২১. ব্যবসায়ে বিশেষ অবদানের জন্য ‘অর্থকণ্ঠ বিজনেস অ্যাওয়ার্ড’ পেয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।
২২. পুলিশের ১৮ জন অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২৩. রাজধানীর মিরপুর থেকে সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৪। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলের বিদেশ গমনেচ্ছুদের টার্গেট করে অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখাতো। যারা রাজি হতো তাদের কাছ থেকে ১২-১৫ লাখ টাকা করে নিতো।
২৪.দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫১ জনে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৯১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৬৪ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন করোনা থেকে সুস্থ হলো।
কালের আলো/এমএএইচ/এমবিকে