এক নজরে সব খবর
প্রকাশিতঃ 8:03 pm | December 19, 2021

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
১. দেশপ্রেম, সততা ও শৃঙ্খলা নিয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২. প্রযুক্তির উৎকর্ষে আদালত ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এসেছে উল্লেখ মামলা ব্যবস্থাপনায় গতি আনতে বিচারকদের প্রতি তথ্যপ্রযুক্তির সমস্ত সুবিধা ব্যবহারের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
৩. প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন মালে সফরের সময় মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
৪. কাউন্সিল অব এমআইএসটির একুশতম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) ঢাকাস্থ মিরপুর সেনানিবাসের নিজস্ব কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এতে সভাপতিত্ব করেন।
৫. ৭ম ঢাকা ব্যাংক লিমিটেড বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৬. স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা।
৭. জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, স্বাধীনতা সংগ্রামের একজন কর্মী হিসেবে আমার মনে হয়, বটতলা এখন অচেনা হয়ে যাচ্ছে। এই বটতলা দেখে মনে হচ্ছে ছাত্র আন্দোলনের ধ্বংসস্তূপ, পুরাকীর্তি। আজ বটতলা অনেক বেশি নীরব, এখন বটতলায় যখন আসি তখন দেখা যায়, ছাত্র সংগঠন আছে কিন্তু কোনো প্রতিবাদী আন্দোলন নেই। তারা রাজনৈতিক ক্ষমতার ক্ষুদে অংশীদার, নেতা-নেত্রীদের লাঠিয়াল, তল্পিবাহক ও তোষামোদকারী হিসেবে কাজ করেন। জাতির বিবেক শিক্ষকরা আছেন কিন্তু তারা কথা বলেন না।
৮. সারাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৪৭ হাজার ৫৬৪ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৮২ হাজার ৫৫৬ জন। আর দুই ডোজ পেয়েছেন ৪ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ৬০৭ জন। অর্থাৎ ১১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৬৪৭ ডোজ টিকা দেওয়া হয়েছে।
৯. ম্যাচের ১৯ মিনিটে একটা ভ্রমই যেন খেলে গেল ন্যু ক্যাম্পে। ৩০ নম্বর জার্সিটা পরে কি লিওনেল মেসিই ফিরলেন বার্সায়? না, বাস্তবতাটা হচ্ছে মেসি ফেরেননি, মাঝমাঠ থেকে বলটা টেনে নিয়ে গোলটা করেছেন পাবলো পায়েজ গাভি।
১০. বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার কারণে যানজট সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৮ ডিসেম্বর) দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য রয়েছে।
১১. বাংলাদেশ ও ভারতীয় দূতাবাস যৌথভাবে রাশিয়ার রাজধানী মস্কোতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তিতে ‘মৈত্রী দিবস’ উদযাপন করেছে।
১২. প্রায় তিন বছর বন্ধ থাকার পর ফের উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। স্থানীয় সময় রোববার (১৯ ডিসেম্বর) পুত্রজায়ায় বাংলাদেশের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে।
১৩. ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সফর স্থগিত করেছেন। তবে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ওই বৈঠকে যোগ দিচ্ছেন।
১৪. তিনদিনের জন্য মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২-২৪ ডিসেম্বর তার এই সফরের সময় নির্ধারিত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
১৫. নানা অনিয়মের অভিযোগ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ঝটিকা সফরে নড়াইল সদর হাসপাতালে। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টায় তিনি ঝটিকা সফর করেন। হাসপাতালে উপস্থিত হয়ে তিনি সংশ্লিষ্টদের দেখতে পাননি।
১৬ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রথম প্রহরে শহীদদের আত্মার শান্তি কামনায় করা মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের জান্নাত কামনা করায় তাহেরপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খন্দকার মো. আব্দুর রাজ্জাককে বহিষ্কার করা হয়েছে।
১৭. বিজিবি দিবস-২০২১ এর আনুষ্ঠানিক কুচকাওয়াজ শুরু হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে আনুষ্ঠানিক কুচকাওয়াজ শুরু হয়।
১৮. করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে শুরুর দিকে নানান ভয়ভীতির মধ্যেই সাহস করে প্রথম টিকা নিয়েছিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
১৯. বাংলাদেশে যথেষ্ট পরিমাণ টিকা মজুদ আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
২০. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো আরও বেশি কার্যকর এবং শক্তিশালী হওয়ার পাশাপাশি সক্ষমতা অর্জন করবে।
২১. রাজধানীর বনশ্রীর ফেমাস হাসপাতালের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
২২. বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন পিটার ডি হাস। ইতোমধ্যে তার মনোনয়ন চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। স্থানীয় সময় ১৮ ডিসেম্বর কণ্ঠভোটে মার্কিন সিনেট পিটার ডি হাসের মনোনয়ন চূড়ান্ত অনুমোদন দেয়। এ সংক্রান্ত তথ্য মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
২৩. প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত নভেম্বরে তার ফ্রান্স সফরের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেছেন আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের বিষয়ে তিনি আশাবাদি।
২৪. রে-ব্যান স্টোরিজ স্মার্ট চশমাগুলো ব্যবহারে সরাসরি আপনার ফেইস থেকে ফেইসবুক মেসেঞ্জার বার্তা পাঠাতে ও গ্রহণ করতে পারবেন।
২৫. শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এবং কলেজ সংলগ্ন নির্মাণাধীন আন্ডারপাসটি পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ।
কালের আলো/এমএএইচ/বিবিডি