এক নজরে সব খবর
প্রকাশিতঃ 8:18 pm | December 18, 2021

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
১. প্রযুক্তির উৎকর্ষে আদালত ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এসেছে উল্লেখ মামলা ব্যবস্থাপনায় গতি আনতে বিচারকদের প্রতি তথ্যপ্রযুক্তির সমস্ত সুবিধা ব্যবহারের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
২. ১৭৯৫ সালে রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে গড়ে উঠা বাহিনীটির যাত্রা শুরু। গোড়াপত্তনের সেই সময়ে সাকুল্যে সদস্য সংখ্যা ছিল ৪৪৮ জন। কালের বিবর্তনে এটি এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ৫ বছরে বাহিনীটিতে নিয়োগ দেওয়া হবে আরও ১৫ হাজার সদস্য।
৩. বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র আবার মানবতার কথা বলছে- মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
৪. শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ২০২৫ সালে হবে।
৫. বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে দেশ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করতে আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করবে তরুণ শক্তি।
৬. চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ হবে জানুয়ারি। এ ধাপে ২১৯টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
৭. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার অভিবাসন ব্যবস্থায় সুশাসন, গুণগত মানসম্পন্ন বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অভিবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে।
৮. বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ৭৫-এর ১৫ আগস্টের কাল রাতে নিহত স্বজনদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
৯. ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৫) মারা গেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে গুলিবিদ্ধ হয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি মারা যান।
১০. বিশ্বের অন্যতম সেরা ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে প্রায় ২০০ কোটি রুপি জরিমানা করেছে ভারত। ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি ইস্যুতে এই জরিমানা করেছে দেশটির কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই)।
১১. চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের সিটের নিচ থেকে ১০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা।
১২. ফুটবলবিশ্বকে চমকে দিয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেলেও ছন্দ খুঁজে পাচ্ছিলেন না লিওনেল মেসি। পিএসজিতে গিয়ে পায়ের জাদু দেখাতে সময়ই লেগেছিল লিওনেল মেসির।
১৩. ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানিয়েছেন, আগামী রোববার (১৯ ডিসেম্বর) থেকে করোনার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ট্রায়াল হিসেবে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের দিয়ে এই কার্যক্রম শুরু হবে এবং পরে বয়স্কদের দেওয়া হবে।
১৪. স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে ‘বিজয় শোভাযাত্রা’য় জনস্রোত নেমেছে।
১৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার মাত্র ২১ বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের থেকে বেশি সময় ধরে ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধের চেতনা লালন না করা দলগুলো। ফলে দেশের সব সেক্টরে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করা ব্যক্তিরা খুঁটি গেড়ে বসে ছিল।
১৬. বিজিবি দিবসের কুচকাওয়াজ যোগ দিতে ঢাকায় এসেছে বিএসএফের প্রতিনিধিদল।
১৭. টানা জৈব সুরক্ষা বলয়ের ধকল। সামনে আরও অনেক সিরিজ। নিউজিল্যান্ডে গিয়ে মেলেনি স্বস্তি। কয়েক দফায় বেড়েছে বিধিনিষেধ। এমন অবস্থায় সিরিজ রেখে দেশে চলে আসতে চেয়েছিলেন ক্রিকেটাররা। তবে সেটির কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
১৮. র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দক্ষতায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ওয়াশিংটনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
১৯. নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় রাস্তা পার হওয়ার সময় পিকআপচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাবরিনা আক্তার নিহত হয়েছেন।
২০. করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত রোগীর ক্ষেত্রে কোভিড টিকার বুস্টার ডোজের সম্ভাব্য কার্যকারিতা কেমন হতে পারে, তা বিশ্লেষণ করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা।
২১. করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৪৭ জনে।
কালের আলো/এমএএইচ/এসআরবি