পিকআপচাপায় প্রাণ গেল জবি ছাত্রীর

প্রকাশিতঃ 5:18 pm | December 18, 2021

কালের আলো, সংবাদদাতা:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় রাস্তা পার হওয়ার সময় পিকআপচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাবরিনা আক্তার নিহত হয়েছেন।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাবরিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।

ঘটনাস্থলে থাকা সাবরিনা আক্তারের খালাতো ভাই শামিম বলেন, সাবরিনা ঢাকায় যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। যখন বাস এল, সাবরিনা বাসে ওঠার জন্য গেলে উল্টো পথে আসা পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাবরিনা মারা যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি কালের আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিকআপকে আটক করেছি। কিন্তু চালক পালিয়ে গেছেন। আমরা চালককে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।

কালের আলো/এমএএইচ/বিআরএম