এক নজরে সব খবর
প্রকাশিতঃ 7:53 pm | December 17, 2021

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
১. তিন দিনের সফর শেষে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
২. বাংলাদেশের ৫০ তম বিজয় দিবসে সুবর্ণজয়ন্তী উদযাপনের আনন্দ। মুজিববর্ষের দৌলতে এই আনন্দ হয়ে উঠে আরও তাৎপর্যময়। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এবারই প্রথম বন্ধুপ্রতীম ৫ টি দেশ বিজয় দিবসের প্যারেডে অংশগ্রহণ করে নজর কাড়ে।
৩. ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বলেছেন, একজন ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে দেখা করা আনন্দ ও সম্মানের। পাশাপাশি বাংলাদেশের জনগণের উষ্ণতা ও ভালোবাসা আমাকে গভীরভাবে ছুঁয়েছে।
৪. ২০২০ সালের রোববার (০৮ নভেম্বর) রাশিয়ার তৈরি দুটি অত্যাধুনিক হেলিকপ্টার এমআই ১৭১ ই হেলিকপ্টার ‘বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ’ এবং ‘বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ’ এর উদ্বোধনের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫. ৫৬ হাজার বর্গমাইলের মানচিত্র আর লাল-সবুজের পতাকা-সবকিছুই এক সুতোয় গেঁথে ১৯৭১’র ১৬ ডিসেম্বর ভূ-গোলকে লেখা হয়েছিল স্বাধীন বাংলাদেশের নাম। সশস্ত্র মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনকারী দক্ষিণ এশিয়ার একমাত্র রাষ্ট্র বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনে গৌরবোজ্জ্বল ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকলো জাতীয় প্যারেড স্কয়ারের বৃহস্পতিবারের (১৬ ডিসেম্বর) কুচকাওয়াজ।
৬. জাতীয় প্যারেড স্কয়ারে দৃপ্ত পদভারে এগিয়ে যাচ্ছে বিভিন্ন কনটিনজেন্ট। সুশৃঙ্খল মার্চপাস্টের গতিই যেন হ্যাট্টিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন এগিয়ে চলা বাংলাদেশের প্রতিচ্ছবি। এগিয়ে যাওয়ার অপেক্ষায় পদাতিক, যুদ্ধাস্ত্র ও যান্ত্রিক বহরগুলো। এরই মধ্যে উপস্থাপকের ঘোষণায় পূর্ব আকাশের দিকে সবার চোখ।
৭. স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবারের বিজয় দিবস উদযাপিত হলো। ইতিহাসের এই বিশেষ দিনে বঙ্গবন্ধুর দেশে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মানুষের এগিয়ে চলার মহামন্ত্র বিশ্ববাসী নতুন করে শুনতে পাচ্ছে। আসলে গভীরতর অর্থে, চেতনার পরিমাপে মুক্তিযুদ্ধের একটি ব্যাপক এবং বহুমাত্রিক রূপ রয়েছে। রাষ্ট্রভাষা-আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি অপশাসন-বিরোধী প্রতিটি আন্দোলনের সেই অনিবার্য চেতনা আমাদের সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে যুগান্তকারী পরিবর্তন সাধন করেছে।
৮. ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, একজন যুবক হিসেবে বঙ্গবন্ধুর নৈতিক সাহসে আমি অনুপ্রাণিত হয়েছিলাম। অন্যান্য লাখো মানুষের মতো আমিও তাঁর ৭ মার্চের বজ্রকণ্ঠে এবং সে সময়ে বাংলাদেশের ৭ কোটি মানুষের আকাঙ্খা বহনকারী উপলব্ধিতে বিদ্যুতায়িত হয়েছিলাম।
৯. ২০২০ সালে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কমেছে। এর পাশাপাশি সন্ত্রাসবাদ সম্পর্কিত বিভিন্ন তদন্ত কার্যক্রম এবং গ্রেফতারের ঘটনাও বেড়েছে। তবে এসব ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে।
১০. ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় উপজেলার বৈশামুড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১১. চার দিন ব্যাপী “৭ম ঢাকা ব্যাংক ভিক্টরী ডে কাপ গল্ফ টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গল্ফ ক্লাবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্মি গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান।
১২. শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের জন্য হয়তো আর রক্ত দিতে হবে না, কিন্তু অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। যার যার জায়গা থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করুন।
১৩. বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজধানীর রমনা কালী মন্দিরের একটি ভবন উদ্বোধন করেছেন।
১৪. যথাযথ মর্যাদায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের শপথ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
১৫. এবারের সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ফেভারিট দল হিসেবে ভারতকে বিবেচনা করা হচ্ছে। কিন্তু মাঠের খেলায় স্বাগতিক বাংলাদেশ তাদের সুবিধা করতে দেয়নি। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে গোলাম রব্বানী ছোটনের দল জয় ছিনিয়ে এনেছে। আজ (শুক্রবার) রাউন্ড রবিন লিগ পর্বে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে বসেছে।
১৬. এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের বিপক্ষে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারলো না পাকিস্তান। অর্ধযুগ ধরে ভারতের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ আরও বাড়লো পাকিস্তানের।
১৭. ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু ইতিহাসের মহামানব, তিনি চিরঞ্জীব। তার চেতনা অবিনশ্বর। তাই প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে।
১৮. করোনাভাইরাসের টিকা নীতিমালা না মানলে বেতন বাতিল করা হবে গুগলে চাকরিরত কর্মীদের। একপর্যায়ে চাকরিচ্যুতও করা হবে বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট খ্যাত গুগল। যুক্তরাষ্ট্রের অ্যালফাবেট ইনকরপোরেশনের প্রতিষ্ঠান গুগলের অফিসের অভ্যন্তরীণ নথির সূত্রে এ তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
১৯. নিজের কোনো ঘর না থাকায় প্রতিবেশীর গোয়ালঘরে বাস করেন ৭৫ বছরের বৃদ্ধ মকবুল হাওলাদার ও তার ১৪ বছরের প্রতিবন্ধী মেয়ে মীম। গবাদিপশুর বর্জ্যের মধ্যে নিরুপায় হয়ে বসবাস করা আশ্রয়হীন ওই বৃদ্ধ ও তাঁর মেয়েকে দেখার কেউ নেই। তীব্র শীতে গোয়ালঘরের স্যাঁতসেঁতে মেঝেতে বিছানো খড়কুটা-ছেঁড়া কম্বল এখন তাঁদের আশ্রয়স্থল। গণমাধ্যমে এমন খবর প্রচার হওয়ার পর বিষয়টি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার নজরে আসে। তাঁর উদ্যোগে অবশেষে ঘর পেতে যাচ্ছেন বৃদ্ধ মকবুল। ইতোমধ্যে বরগুনার পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। খুব শিগগিরই নিজের ঘরে থাকতে পারবেন মকবুল।
20. করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম আগামী রোববার (১৯ ডিসেম্বর) থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
21. বিজয় শোভাযাত্রা সফল করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ঐতিহাসিক বিজয় শোভাযাত্রার জন্য জনগণের যে ট্রাফিক অসুবিধা হবে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা ঢাকার জনগণকে এই বিজয় শোভাযাত্রায় সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান করছি।
22. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বন্ধুত্বের মৈত্রী বন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। বন্ধুত্বের বন্ধনের মাঝে কোন ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ আলাদা বিভাজন করা যায় না।
কালের আলো/এমএএইচ/কেবিআর