বন্ধ হয়ে যাচ্ছে অ্যালেক্সা

প্রকাশিতঃ 4:23 pm | December 09, 2021

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

ওয়েব ট্রাফিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যালেক্সাডটকম আগামী বছরের পহেলা মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে।

ওয়েবসাইট অ্যানালিসিসের উদ্যোগ নিয়ে ১৯৯৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন ওয়েসবসাইটের তথ্য বিশ্বস্ততা এবং সুনামের সঙ্গে বিশ্লেষণ করে আসছে। ১৯৯৯ সালে অ্যামাজন একে অধিগ্রহণ করে। অ্যালেক্সার ব্লগ পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

অ্যালেক্সা তাদের সাইটের নোটিশে জানায়, আমাদের কন্টেন্ট রিসার্চ, প্রতিযোগিতামূলক বিশ্লেষণ ও কিওয়ার্ড রিসার্চের সুযোগ দেওয়ায় আপনাদের ধন্যবাদ। এর পর ওয়েবসাইটে নতুন সাবস্ক্রিপশন সংক্রান্ত বেশকিছুর উত্তর দিয়েছে অ্যালেক্সা।

সেখানে বলা হয়, ৮ ডিসেম্বর থেকে নতুন সাবস্ক্রিপশন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান গ্রাহকরা এ অ্যালেক্সা ডটকমের সেবা পাবেন ২০২২ সালের ১ মে পর্যন্ত। এর পর থেকে কোনো গ্রাহক অ্যালেক্সায় ঢুকতে পারবেন না।

এছাড়া ব্যবহারকারীরা চাইলে এই সময়ের মধ্যে তাদের তথ্য অ্যালেক্সার সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। বিভিন্ন উপায়ে এ ডাউনলোডের সুযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত অ্যালেক্সার সাইটে দেওয়া আছে। আবার ব্যবহারকারীরা চাইলে এর মধ্যে যেকোনও সময় তাদের অ্যাকাউন্টটি ডিলিটও করে দিতে পারবে।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email