তিন মাস ধরে মুরাদের অস্বাভাবিক আচরণ: তথ্যমন্ত্রী
প্রকাশিতঃ 3:58 pm | December 07, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
গত তিন মাস ধরে ডা. মুরাদ হাসানের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এসব কথা জানান।
ড. হাছান মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী হিসেবে ডা. মুরাদ হাসান আমাকে সব সময় সহযোগিতা করেছেন। গত কয়েক মাস ধরে তার মধ্যে আমি কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি এবং তার কিছু বক্তব্য ও ঘটনা আসলে সরকার এবং দলকে বিব্রত করেছে। সে কারণে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার কথা বলেছেন। সে অনুযায়ী ডা. মুরাদের সই করা পদত্যাগ পত্র ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছে তার জনসংযোগ কর্মকর্তা। একটু আগে সেটি নিয়ে গেছে। এ বিষয়টা আসলে দুঃখজনক।
তিনি বলেন, মুরাদ হাসান আমাকে সব সময় প্রতিমন্ত্রী হিসেবে সহযোগিতা করেছেন। সেজন্য তাকে ধন্যবাদ জানাই এবং তার সুস্থতা এবং তার মঙ্গল কামনা করি।
তার ভেতরে কি পরিবর্তন দেখতে পেয়েছেন জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, তিনি আগে যে রকম ছিলেন গত ৩ মাস ধরে একটু পরিবর্তন আমার কাছে মনে হচ্ছিল। বিভিন্ন ঘটনা এবং কর্মকাণ্ডে সেটি আমার মনে হয়েছে। তবে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ে আমাদের কাজে সব সময় সহযোগিতা করেছেন।
কালের আলো/টিআরকে/এসআইএল