১৫ আগস্ট নিহত শহীদদের কবরে যুবলীগের শ্রদ্ধা

প্রকাশিতঃ 9:10 pm | December 04, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন শনিবার পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে শনিবার (০৪ ডিসেম্বর) সকালে যুবলীগের উদ্যোগে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, মিলাদ, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয়, মহানগর, থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএসবি/এমএম