মাইক্রোবায়োলজি প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ‘ডেল্টা ফাইটার্স’
প্রকাশিতঃ 8:09 pm | November 29, 2021

গবি সংবাদদাতা, কালের আলোঃ
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে ‘এমপিএল-৫, ২০২১’ শেষ হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) টুর্নামেন্ট শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন বিভাগীয় প্রধান। সেখানে ‘ডেল্টা ফাইটার্স’ চ্যাম্পিয়ন এবং ‘মাইক্রোস্টার্স’ রানার্স আপ হয়েছে।
টস জিতে মাইক্রোস্টার্স এর দলপতি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং তারা নির্ধারিত ১৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা বেঁধে দেন।
জবাবে ডেল্টা ফাইটার্স ১২.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬০ রান করে লক্ষমাত্রা টপকে জয়লাভ করে। দলের ব্যাটার অশীথ কুমার ৬০ রান করে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন। শেষে বিজয়ী দলের পক্ষে অধিনায়ক সুলাইমান ট্রফি তুলে নেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ, ট্রেজারার সিরাজুল ইসলাম ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ড. বিজন কুমার শীল ও বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/টিআরকে/এসআইএল