ভাসানচর পৌঁছেছে ৩৭৯ রোহিঙ্গা

প্রকাশিতঃ 8:53 pm | November 25, 2021

কালের আলো সংবাদদাতা:

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সপ্তম ধাপে ৩৭৯ জন রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে পৌঁছেছে। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়ালো ‌১৮ হাজার ৪০৫ জনে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বুধবার বেলা সোয়া ১১টার দিকে ১২৬টি পরিবারের ২৫৭ জন এবং একইদিন বিকেল পৌনে ৫টার দিকে ৪২টি পরিবারের ১২২ জন রোহিঙ্গা কক্সবাজারের উড়িয়া থেকে বাসে চট্টগ্রাম পৌঁছায়। সেখান থেকে নৌবাহিনীর জাহাজ বিএনএস পেঙ্গুইন তাদের ভাসানচরে পৌঁছে দেয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার তিন হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮ জন এবং পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ চার হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

এছাড়া গত বছর মে মাসে সাগরপথে অবৈধভাবে মালয়াশিয়া যাওয়ার সময় ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

কালের আলো/এবিএ/এমএস

Print Friendly, PDF & Email