গাজীপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ছাত্রলীগের
প্রকাশিতঃ 5:50 pm | November 15, 2021

কালের আলো সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।
সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শ্রীপুরের এমসি বাজারের পাশে হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় কেন্দ্র শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
গাজীপুর জেলা ছাত্রলীগের নেতা সুলতান মোঃ সিরাজুল ইসলামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি, কলম, পেন্সিল, স্কেল, ফাইল এবং মাস্ক বিতরণ করা হয়।
জানা যায়, পরীক্ষার্থীদের মাঝে প্রায় ২০০শ’ কলম, শতাধিক খাবার পানির বোতল ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করে জেলা ছাত্রলীগ।
এ সময় গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসআরবি/এমএম