দ্বিতীয় ম্যাচেও শূন্য রাব্বি!
প্রকাশিতঃ 9:48 pm | October 24, 2018
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
জিম্বাবুয়ের দেওয়া ২৪৭ রানের টার্গেটে ব্যাটিং করছে বাংলাদেশ। দারুণ খেলতে থাকা লিটন দাশের পর ওয়ান ডাউনে নেমে দ্রুতই বিদায় নিলেন এই সিরিজেই অভিষিক্ত এই টপঅর্ডার টানা দুই ম্যাচেই শূন্য রানে বিদায় নিলেন। এদিন সিকান্দার রাজার বলে এগিয়ে খেলতে গিয়ে উইকেটরক্ষক ব্র্যান্ডন টেইলরের স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি
খুব আশা নিয়ে জিম্বাবুয়ে সিরিজে অভিষেক করানো হয়েছে রাব্বিকে। ইনজুরির কারণে দলে নেই বাংলাদেশের দুই সেরা পারফর্মার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিবের বদলে তাই দলে ডাকা হয়েছিল ৩০ বছর বয়সী রাব্বিকে। এক ম্যাচ আগে বাংলাদেশের ১২৯তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হলো তার।
৩০ বছর বয়সী রাব্বি ঘরোয়া ক্রিকেট খেলছেন ১৪ বছর ধরে। জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামলেন এই সিরিজেরই প্রথম ম্যাচে। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছেন তিনি। ফিরেছেন শূন্য রানে। এরপর নিজের দ্বিতীয় ম্যাচেও শূন্য রানে বিদায় নিয়েছেন তিনি।
রাব্বির চেয়ে বেশি বয়সে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছে মাত্র তিনজনের- জাহাঙ্গীর শাহ, রকিবুল হাসান ও সামিউর রহমান
কালের আলো/এমএইচ