এক রানের জন্য সেঞ্চুরি পেলেন না সাব্বির

প্রকাশিতঃ 7:57 pm | October 24, 2018

খেলা প্রতিবেদক, কালের আলো:

শুরুর ৫ উইকেটে ২০২ রান। আর শেষের চার উইকেটে ২১৬ রান। সবমিলিয়ে ৯ উইকেটে রাজশাহী বিভাগের যোগাড় দাড়ালো ৯ উইকেটে ৪১৮ রান। এই সঞ্চয়ে শুরুর ব্যাটসম্যানদের চেয়ে শেষের চারই বেশি কৃতিত্বের দাবিদার। ছয় নম্বরে ব্যাট করা সাব্বির করলেন ৯৯ রান। সাত নম্বরে মুক্তার আলীর ব্যাট থেকে এলো ৪৭ রান। সানজামুল ইসলাম খেললেন ঝলমলো ৬৪ রানের ইনিংস। কোন সেঞ্চুরি নেই কিন্তু কি অনায়াসেই না রাজশাহী চারশ রান ছাড়িয়ে গেল। বড় লিড পেল প্রথম ইনিংসে। তবে তৃতীয়দিনের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে থাকলো সাব্বির রহমানের ৯৯ রানে রান আউটের দুঃখগাঁথা!

১৬ রান নিয়ে তৃতীয়দিন শুরু করা সাব্বির রহমান লাঞ্চের আগেই তার হাফসেঞ্চুরি তুলে নেন। ৭ বাউন্ডারিতে ৯৬ বলে হাফসেঞ্চুরি পুরো করার পর ইনিংসটা বড় করার দিকে আরো গভীর মনোযোগ দেন সাব্বির। সঙ্গী মুক্তার আলী অন্যপ্রান্ত থেকে তাকে চমৎকার সমর্থন দিয়ে যান। আগের রাউন্ডেও মুক্তার আলীর ভাল ব্যাটিং করেছিলেন। সকালের সেশনে কোন উইকেট না হারানো রাজশাহীর লিডের স্বপ্নটা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠে। ষষ্ঠ উইকেট জুটিতে মুক্তার আলীর সঙ্গে ১১২ রানের জুটি গড়ে সাব্বির আউট হন। তাও আবার রান আউট, ৯৯ রানে! আফিফ হোসেনের থ্রোতে রান আউট হয়ে ক্রিজ থেকে ড্রেসিংরুমে ফেরার লম্বা পথ জুড়ে দু’পাশে শুধু মাথা ঝাঁকান সাব্বির। নিজেকে যেন প্রবোধ দিচ্ছিলেন-আহা ১ রানের জন্য সেঞ্চুরিটা হলো না!

সেঞ্চুরি হারানোর দুঃখ নিয়ে সাব্বির যখন ফিরছেন ততক্ষনে প্রথম ইনিংসে লিডের লড়াইয়ে ঠিকই জিতে গেছে রাজশাহী। মুক্তার আলী ও সানজামুল ইসলাম সেই লিডকে আরো সমৃদ্ধ করলেন। ৬৪ রান করা সানজামুল ইসলাম দিনের শেষ ওভারে আউট হন। তৃতীয়দিন শেষে ম্যাচে রাজশাহী এগিয়ে ছিল ১০৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর: (৩য়দিন শেষে) খুলনা ১ম ইনি: ৩০৯/১০ (৯১ ওভারে, এনামুল ৫৬, সৌম্য ৬৬, তুষার ৭১, জিয়াউর ৪৩, শফিউল ৩/৬১, ফরহাদ রেজা ৩/৫৪, সানজামুল ৩/৭৩)। রাজশাহী ১ম ইনি: ৪১৮/৯ (১৫১ ওভারে, মিজানুর ৪৩, জুনায়েদ সিদ্দিকী ৪৭, ফরহাদ হোসেন ৫৬, জহুরুল ১৫, সাব্বির ৯৯, মুক্তার আলী ৪৭, সানজামুল ৬৪, আল আমিন হোসেন ২/৭৭, সৌম্য সরকার ২/৫৬, মইনুল ইসলাম ২/৬৩)।

কালের আলো/ওএইচ