জামিনে বেরিয়ে আজাদ হত্যা মামলার আসামিদের আতশবাজি
প্রকাশিতঃ 12:02 am | October 24, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ মহানগর যুবলীগ সদস্য আজাদ শেখ হত্যা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে আসায় আবারো নগরীর আকুয়া মোড়লপাড়া এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
আসামিরা জামিনে বেরিয়ে এসে উল্লাস প্রকাশ করতে গুলি ও পটকা ফোটানোয় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা কয়েকটি ব্যাটারি চালিত অটোরিকশাও ভাঙচুর করেন।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, আজাদ হত্যা মামলার আসামি শেখ ফরিদ, মিলনসহ কয়েকজন জামিনে বেরিয়ে এসে উল্লাস প্রকাশ করতে গুলি ও পটকা ফুটিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই তারা পালিয়ে যান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে গত ৩১ জুলাই ময়মনসিংহ শহরতলী আকুয়ার নাজিরবাড়িতে পূর্ব বিরোধের জের ধরে মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ আজাদকে গুলি, জবাই ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রতিপক্ষ। পরে হাইকোর্টের নির্দেশে মামলা নেয় পুলিশ।
কালের আলো/ওএইচ