জন্মদিনে যশকে ভালোবাসা দিলেন নুসরাত
প্রকাশিতঃ 2:31 pm | October 10, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ
টলিউডের সবেচেয়ে বেশি চর্চিত বিষয় নুসরাত এবং যশের সম্পর্কের সমীরকণ ঠিক কী। সেই সাথে তাদের সন্তান ঈশানকে নিয়ে চর্চা বরাবরের। এই নিয়ে অবশ্য মাথা ব্যাথা নেই যশরতের। দিব্যি একসঙ্গে সময় কাঁটাচ্ছেন এই জুটি।
এদিকে রোববার (১০ অক্টোবর) যশের জন্মদিন। বিশেষ এই দিনে নুসরাত তাকে শুভেচ্ছা জানাবেন না, এমন তো হতে পারে না। একদম তাই। জন্মদিনে সঙ্গীকে ভালোবাসাময় শুভেচ্ছায় ভাসালেন নুসরাত।
ইনস্টা স্টোরিতে যশের ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তার পাশেই লাল হৃদয়ের ইমোজি। যার পোশাকি নাম হার্ট ইমোজি।
সন্তান জন্মগ্রহণের পর নুসরাত ও যশের জীবনে এই প্রথম কোনো বিশেষ দিন এলো। সুতরাং বাড়িতে জাঁকজমক আয়োজনেই কেক কাটবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গেল বছর থেকেই টালিগঞ্জে আলোচিত জুটি যশ-নুসরাত। পর্দায় তেমন সাফল্য না পেলেও বাস্তব জীবনে সেই রসায়ন জমে ক্ষীর। তবে প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি তাদের দু’জনের কেউই। সোশ্যাল মিডিয়ায় তাদের শেয়ার করা ছবি দেখে নুসরাত এবং যশের ঘনিষ্ঠতার প্রমাণ পেয়েছেন নেটিজেনরা। একসঙ্গে লাঞ্চ ডেটেও দেখা গিয়েছে তাদের।
এই পরিস্থিতিতে জানা যায় নুসরাত সন্তানসম্ভবা। নানা বাঁকা কথার মাঝেও অবিচল থেকেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ।
এরপর গত ২৬ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে সেই সময় প্রায় সারাক্ষণই নুসরতের সঙ্গী ছিলেন যশ। সন্তানের পিতৃপরিচয় নিয়ে কাটাছেঁড়া হয়েছে যথেষ্ট। যদিও কলকাতা পুরসভার জন্ম শংসাপত্রের নথি অনুযায়ী নুসরাতের ছেলের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত। যা অভিনেতা যশ দাশগুপ্তেরই আরেক নাম।
কালের আলো/টিআরকে/এসআইএল