ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুলহাসান মারা গেছেন
প্রকাশিতঃ 9:29 pm | October 09, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ
ইরানের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট আবুলহাসান বনিসদর ফ্রান্সের প্যারিসে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। শনিবার (৯ অক্টোবর) তার ব্যক্তিগত ওয়েবসাইট এবং ইরানের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভোগার পর দক্ষিণ-পূর্ব প্যারিসের স্যালপেট্রায়ার হাসপাতালে মারা যান বলে তার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে।
১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বানিসদর। পরে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি, হয়ে ওঠেন স্বৈরতান্ত্রিক সরকারের কঠোর সমালোচক।
তার পরিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, প্যারিসের একটি হাসপাতালে ৯ অক্টোবর মারা গেছেন বানিসদর। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তবে এই বিবৃতিতে বিস্তারিত আর কোনও তথ্য দেওয়া হয়নি।
কালের আলো/টিআরকে/এসআইএল