ভারতীয় মাদক কারবারির মরদেহ নিল বিএসএফ

প্রকাশিতঃ 7:49 pm | October 09, 2021

কালের আলো সংবাদদাতা:

ফেনসিডিল নিয়ে রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে ধরা পড়েন ভারতীয় মাদক কারবারি ভরত মণ্ডল (৩৩)। কিন্তু আটক এড়াতে ঝাঁপ দেন পদ্মা নদীতে। কিন্তু ঘটে বিপত্তি, নদীতে ডুবেই মারা যান তিনি।

শনিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিজিবির রাজশাহীর ১০ নম্বর পদ্মার চর সীমান্ত ফাঁড়ির আওতাধীন ১৫৯/২ এস সীমান্ত পিলারের কাছে ভরত মণ্ডলের মরদেহ হস্তান্তর করা হয়।

জানা যায়, ভরত মণ্ডল ভারতের মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার চকরাজাপুর পশ্চিম কলোনি গ্রামের তারপদ মণ্ডলের ছেলে। ২ অক্টোবর দিনগত রাতে ফেনসিডিল নিয়ে রাজশাহী সীমান্তে এসে তিনি বিজিবির হাতে ধরা পড়েন। এরপর নৌকা থেকে হাতকড়া পরা অবস্থায় পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু নদীতে ডুবে তার মৃত্যু হয়।

পরদিন পদ্মাপাড়ে তার মরদেহ পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের পর হিমঘরে রাখা হয়েছিল। ওই ঘটনায় অপমৃত্যুর মামলা করে বিজিবি।

এ বিষয়ে বিজিবির রাজশাহীর ব্যাটালিয়ন-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জাগো নিউজকে বলেন, মরদেহ হস্তান্তরের আগে কিছু আইনগত প্রক্রিয়া অবশিষ্ট ছিল। দু’দেশের মধ্যে তা সম্পন্ন হওয়ার পরই ভরত মন্ডলের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল