ভারত থেকে বিকেলে দেশে আসছে আরও ১০ লাখ টিকা
প্রকাশিতঃ 3:42 pm | October 09, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের ১০ লাখ ডোজ (১ মিলিয়ন) কোভিশিল্ডের টিকা দেশে আসছে বিকেলে।
শনিবার (৯ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটে টিকাগুলো দেশে এসে পৌঁছার কথা রয়েছে। বাংলাদেশের ভারতীয় হাইকমিশন এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশনের বার্তায় জানানো হয়, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর চুক্তি করা বাণিজ্যিকভাবে ১ মিলিয়ন কোভিশিল্ডের টিকা শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকায় আসবে।
ভারতে তৈরি অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহে সেরাম বেক্সিমকোর সঙ্গে চুক্তি করেছিল। কিন্তু কভিড পরিস্থিতির অবনতি হওয়ায় ভারত গত মার্চ মাসের পর বিদেশে টিকা রপ্তানি বন্ধ করে দেয়। ভারত ছয় মাস বিরতির পর আবারও বিশ্বে টিকা রপ্তানি শুরু করল।
কভিড মোকাবিলায় তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা কিনতে বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিল। সেই চুক্তির আওতায় ভারত থেকে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৭০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা এ দেশে এসেছিল। তবে চুক্তির আওতায় দুই কোটি ৩০ লাখ ডোজ টিকা ভারতের কাছ থেকে পাওয়ার অপেক্ষায় আছে বাংলাদেশ। ওই চুক্তির বাইরে ভারতে তিন দফায় বাংলাদেশকে উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারত বিশ্বের ৯৫টি দেশকে উপহার ও রপ্তানি হিসেবে ছয় কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ৮০০ ডোজ টিকা পাঠিয়েছে। এর মধ্যে বাংলাদেশের এক কোটি তিন লাখ ডোজ রয়েছে, যা বিশ্বে ভারতের মোট উপহার ও রপ্তানির ছয় ভাগের এক ভাগ।
কালের আলো/টিআরকে/এসআইএল