‘টিভি দেখোনা’ গান গেয়ে মেয়েকে পরামর্শ মিথিলার

প্রকাশিতঃ 2:26 pm | October 09, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর কলকাতায় যাতায়াত বেড়েছে তার। সংসার ও অভিনয়ের পাশাপাশি মেয়ে আয়রাকে সময় দিচ্ছেন। মিথিলার আরেক পরিচয় তিনি গায়িকাও।

সম্প্রতি মেয়ে আয়রার জন্য কণ্ঠে ফের সুর তুললেন মিথিলা। গিটার বাজিয়ে গাইলেন অঞ্জন দত্তের জনপ্রিয় গান ‘টিভি দেখ না’। আর গান গাওয়ার সেই ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ক্যাপশনে মিথিলা লেখেন, এই অপেশাদার চেষ্টায় আমার প্রিয় একটি গান গাইলাম। স্কুল জীবন থেকে এই গান অনুপ্রাণিত করেছে আমাকে। গানটি আমার ছোট্ট মেয়েকে ডেডিকেট করেছি।

এরপর মেয়েকে উদ্দেশ্য করে ধমকের সুরে মিথিলা লিখেছেন, ‘বলেই যাচ্ছি, টিভি দেখিস না, মোবাইল ফোন দেখিস না, আকাশটা দেখ।

প্রসঙ্গত, ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর কলকাতায় যাতায়াত বেড়েছে মিথিলার।

সেখানকার রূপালি জগতেও ব্যস্ততা বেড়েছে তার। এরইমধ্যে মেয়ে আয়রাকে সময় দিচ্ছেন।

সংসার ও অভিনয়ের পাশপাশি মেয়ের দেখভালে খামতি দিচ্ছেন না। মেয়ের কথা চিন্তা করেই সাবেক স্বামী কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে বন্ধুত্বের বন্ধন গড়েছেন। বিচ্ছেদ ঘটলেও আয়রা বাবা-মায়ের আদর ঠিকভাবেই পাচ্ছে।

কখনও মায়ের কাছে, কখনও বাবার কাছে থাকে আয়রা। এ নিয়ে তাদের পরিবারে কোনো সমস্যা নেই।

এদিকে শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায় তৈরি ছবি ‘মায়া’র হাত ধরে টালিউডে অভিষেক হচ্ছে মিথিলার। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’তে মিথিলাকে তিনটি আলাদা বয়সে, ভিন্ন ভিন্ন লুকে দেখা যাবে। এছাড়া রিঙ্গোর পরিচালনায় ‘আ রিভার ইন হেভেন’ এর কাজে চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা।

কালের আলো/টিআরকে/এসআইএল