শাহ আমানতে স্বর্ণের বারসহ এভিয়েশন কর্মী আটক

প্রকাশিতঃ 2:04 pm | October 09, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক হয়েছেন সিভিল এভিয়েশনের এক নিরাপত্তা প্রহরী। আটককৃতের নাম- বেলাল উদ্দিন। তার কাছ থেকে ৮০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম বিমান বন্দর শাখা তাকে আটক করে।

কাস্টম সূত্রে জানা গেছে, সকালে বিমানবন্দরের নিরাপত্তাকর্মী বেলাল স্বর্ণের একটি পোটলা নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে একটি গোয়েন্দা সংস্থার এবং কাস্টম কর্মকর্তারা তাকে আটক করেন। একই সঙ্গে তার কাছ থেকে ৮০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ হওয়া স্বর্ণের ওজন আনুমানিক সাড়ে ৯ কেজি। এর বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কাস্টম কর্মকর্তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।

কালের আলো/টিআরকে/এসআইএল