তুরাগে ট্রলারডুবি, শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ 1:36 pm | October 09, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
রাজধানী ঢাকার আমিন বাজার এলাকার তুরাগ নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন সাতজন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদীতে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
কালের আলো/টিআরকে/এসআইএল