সরকারি সফরে ভারত যাচ্ছেন অপু বিশ্বাস
প্রকাশিতঃ 8:33 pm | October 08, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ
দেশের গণ্ডি পেরিয়ে এবার ভারতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলতি মাসের শেষ সপ্তাহে ভারতের আসামের রাজধানী গোহাটিতে আয়োজিত একটি চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন অপু বিশ্বাস।
শুধু তিনি একাই নন এ সফরে আরও একঝাঁক জনপ্রিয় অভিনয় শিল্পী বাংলাদেশ থেকে যাচ্ছেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস।
এ প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত একটি সরকারি সফর। সেখানে বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হবে। আমি এক সপ্তাহ পর দেশে ফিরব।
এদিকে, টিভি বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন অপু বিশ্বাস। পাশাপাশি একটি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। সব মিলিয়ে একটি ভালো সময় অতিক্রম করছেন অপু বিশ্বাস।
এছাড়া, ডায়েল রহমানের পরিচালনায় ‘ঈশা খাঁ’ নামের সিনেমার কাজও হাতে আছে এই অভিনেত্রীর। মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ-২’ নামের একটি সিনেমা।
অন্যদিকে, কিছুদিন আগে তিনি বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ নামের একটি সরকারি অনুদানের সিনেমার শুটিং শেষ করেছেন। এছাড়া সম্প্রতি সোলায়মান হোসেন লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ নামের একটি সিনেমার শুটিংয়ে পাবনায় গিয়েছিলেন।
কালের আলো/টিআরকে/এসআইএল