মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট দুর্ঘটনায় নিহত
প্রকাশিতঃ 4:10 pm | October 04, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ
হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ একজন কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার (৪ অক্টোবর) এ খবর দিয়েছে বিবিসি।
বিবিসি জানায়, লার্স ভিকস নামের ওই কার্টুনিস্ট পুলিশের একটি গাড়িতে করে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে তার বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুই পুলিশ অফিসারও নিহত হয়েছেন। আর ট্রাক ড্রাইভার আহত হয়েছেন।
প্রসঙ্গত, মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র আঁকার পর সারা বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানান ধর্মপ্রাণ মুসলিমরা। এর পর তখনকার ডাচ প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্ডট ক্ষুব্ধ হন এবং পরিস্থিতি সামাল দিতে তিনি ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর পরই কার্টুনিস্ট লার্স ভিকসকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে ইরাকের আল কায়েদা। তখন থেকেই পুলিশি নিরাপত্তায় চলাচল করতেন ৭৫ বছর বয়সি লার্স ভিকস।
২০০৭ সালে তিনি সুইডেনে মহানবীর (সা.) যে ব্যঙ্গচিত্র এঁকেছিল, তা এক বছর পর আবার ডেনমার্কের একটি খবরের কাগজ প্রকাশ করে।
২০১৫ সালে কোপেনহেগেনে এক মুক্ত বিতর্কে অংশ নিয়েছিল লার্স ভিকস। সেখানে বন্দুকযুদ্ধ পর্যন্ত হয়েছিল। ওই হামলায় এক চলচ্চিত্র পরিচালক নিহত হয়েছিলেন।
কালের আলো/টিআরকে/এসআইএল